কলারোয়ায় বিশ্ব সাহিত্য কেন্দ্র’র দু’দিনব্যাপি কর্মশালা

সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব সাহিত্য কেন্দ্র’র পাঠ্যভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্যোগে উপজেলা উপদেষ্টা কমিটি, এসএমসি/এমএমসি, প্রতিষ্ঠান প্রধান ও পিটিএ সভাপতি, সহকারী শিক্ষক ও লাইব্রেরিয়ান/ সংগঠকদের নিয়ে দু’দিন ব্যাপি এক কর্মশালা শুরু হয়েছে।

উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম টুকু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।

অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএমসি সভাপতি ইউপি চেয়ারম্যান, স,ম মোরশেদ আলী, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, জিএম মিজানুর রহমান, আফজাল হোসেন হাবিল, শেখ জাকির হোসেন, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আজহারুল ইসলাম, আকতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, আব্দুল আলিম, আব্দুল্লাহেল আলিম বাবু, শফিউল আজম শেলি, উয়ায়েস আলি সিদ্দিকী বাবর, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রতিষ্ঠানের অপর ৪জন প্রতিনিধি।

কর্মশালায় সহযোগিতা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম্ কো-অর্ডিনেটর প্রদীপ কুমার পাল, মনিটরিং অফিসার মাসুদ পারভেজ, প্রোগ্রাম অফিসার রাজিদুল ইসলাম, আব্দুল্লাহ মোহাম্মাদ কুরাইশী প্রমুখ। উল্লেখ্য, সেকায়েপ’র পাঠাভ্যাস কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে দু’দিন ব্যাপি এ কর্মশালার প্রথম দিনে ৪০টি স্কুল-মাদরাসার প্রতিনিধিবৃন্দ অংশ নেন। আজ বৃহস্পতিবার একই সময় একই স্থানে আরও ৩৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ গ্রহণের মাধ্যমে এ কর্মশালার সমাপ্তি ঘটবে।



মন্তব্য চালু নেই