কলারোয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

রবিবার সকাল ১০টায় কলারোয়ায় এইড ঝিনাইদহ ও সাজেদা নারী উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে কলারোয়ার পৌর বাজারে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া সাজেদা নারী উন্নয়ন পরিষদের সভানেত্রী লতিফা আক্তার হেনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, শিক্ষক আক্তার হোসেন ও কলারোয়া সাজেদা নারী উন্নয়ন পরিষদের স্টাফবৃন্দ।



মন্তব্য চালু নেই