কলারোয়ায় বিজয় দিবসের প্রস্তুতি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়া মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা দু’টি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভার সভাপতিত্ব ও সঞ্চালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, ভুট্টোলাল গাইন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, অধ্যক্ষ মাওলানা মুহা. আয়ুব আলি, প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নান, শেখ ফিরোজ আহম্মেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা মহাসিন আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুর রহমান, এলজিইডি কর্মকর্তা আবেদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, শিলা রানী হালদার, আমিরুল ইসলাম প্রমুখ।
সভায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন ও আগামি ৬ডিসেম্বর কলারোয়া মুক্ত দিবস পালনেরও সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই