কলারোয়ায় বিজিবি’র অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করেছে। সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বিশেষ সীমান্ত ফাঁড়ির ৩৮ বিজিবি সদস্যদের এক অভিযানে ৩ লক্ষ ৯৯ হাজার ২ শত টাকার ভারতীয় মালামাল উদ্ধার হয়।

বিজিবি সূত্র সাংবাদিকদের জানায়, ঝাউডাঙ্গা বিষেশ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একদল চোরাকারবারী ভারতীয় মালামাল নিয়ে আসছে এদেশে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া এলাকায় হাবিলদার বিল্লাল হোসেন ও হাবিলদার মোসলেমের নেতৃত্বে টহলরত একটি দল ওৎ পেতে থাকে। চোরাকারবারী দল ওই স্থানে পৌছালে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করলে মালামাল ফেলে পালিয়ে যায়।

এ সময় সেখান থেকে বিজিবি সদস্যরা ৫৫ পিচ সাবমিটার ও ৪ হাজার পিচ ক্যাপাসিটার উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৯৯ হাজার ২ শত টাকা। তবে এ সময় কোন চোরাকারবারী আটক হয়নি।



মন্তব্য চালু নেই