কলারোয়ায় বঙ্গবন্ধু মহিলা কলেজে ২ সংসদ সদস্য ও ৭ আ’লীগ নেতার সম্বর্ধনা

সোমবার সকালে কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজে ২সংসদ সদস্য ও ৭আওয়ামীলীগনেতাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহম্মেদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মনোয়ারা ফারুক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহিতুল ইসলাম, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, প্রভাষক রেজাওয়ান ফেরদৌস লিজা, চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নজিবুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা আ’লীগের সভাপতি নূরুল ইসলাম, সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল ওহিদুল আলম মন্টু, কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদের কমন্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, আবুল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম মুনছুর আলী, আ’লীগনেতা মনরঞ্জন সাহা, শেখ মোসলেম আহম্মেদ, শফিকুল ইসলাম, মশিউর রহমান, হাফিজুর রহমান জেলা যুবলীগনেতা আকতারুজ্জামান লিটু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তামিম আহম্মেদ সোহাগ, ওহিদ পারভেজ, ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, আ’লীগনেতা রবিউল হাসান, রামপ্রসাদ দত্ত, ডাঃ আবু সাইদ, লাঙ্গলঝাড়া কেএল হাইস্কুলের প্রধান শিক্ষক মাস্টার নুরুল ইসলাম, এড. কামাল রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান মিন্টু, মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক শেখ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইস, সুমুন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আঃ রহিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিঠু, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সাঈদ,পৌর যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ মাহফুজুর রহমান মাহফুজ, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি শিমুল, সহসভাপতি সম্রাট, হাবিব, বঙ্গবন্ধু মহিলা কলেজের ছাত্রী রাজিয়া সুলতানা, সামিয়া প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ প্রতিষ্ঠাতা অধ্যাপক এম,এ ফারুক। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দদের ক্রেষ্ট প্রদানের মধ্যে দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই