কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে যশোর এসএস ক্রিকেট একাডেমির জয়
সাতক্ষীরার কলারোয়ায় যশোর এসএস ক্রিকেট একাডেমি ও কলারোয়া ক্রিকেট একাডেমির মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কলারোয়া ক্রিকেট একাডেমির আয়োজনে সকাল ৯ টা থেকে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। টসে জিতে কলারোয়া ক্রিকেট একাডেমির অধিনায়ক রিমু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় যশোর এসএস ক্রিকেট একাডেমিকে। নির্ধারিত ৪০ ওভারে মধ্যে ৩৬ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে এসএস ক্রিকেট একাডেমি।
দলের পক্ষে নাহিদ সর্বোচ্চ ১১২ রান সংগ্রহ করে। কলারোয়া ক্রিকেট একাডেমির পক্ষে রাজু সর্বোচ্চ ৪টি উইকেট সংগ্রহ করে। জবাবে ২৪৩ রানের টার্গেটে কলারোয়া ক্রিকেট একাডেমি ৩২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। ফলে ৬০ রানে যশোর এসএস ক্রিকেট একাডেমি জয়লাভ করে। দলের পক্ষে সাকিল সর্বোচ্চ ৭৪ রান সংগ্রহ করে। যশোরের নাহিদ ৪টি উইকেট সংগ্রহ করে। ম্যান-অব-দ্যা ম্যাচ নির্বাচিত হয় যশোর এসএস ক্রিকেট একাডেমির নাহিদ।
খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, মাহবুব হোসেন বিপ্লব ,মিয়া ফারুক হোসেন স্বপন, নিয়াজ আহম্মেদ খান, ফুটবলার অপু প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন নাজমুল হাসনাঈন মিলন ও সাজু। স্কোরার হিসেবে দায়িত্ব ছিলেন মাহি। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম. মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন ও আব্দুল ওহাব মামুন।
মন্তব্য চালু নেই