কলারোয়ায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ পালিত
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রƒতি-সুস্থ সবল মেধাবী জাতি’ এই স্লোগানকে সামনে রেখে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ’২০১৭ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে প্রথমে র্যালি ও পরে পবিত্র কুরআন তেল ওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্র্মকতা ডা. এএসএম আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্র্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, কৃষি কর্র্মকর্তা মহাসীন আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃৃপেন্দ্র নাথ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুুদ সোহাগ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সলিডারিডাড কর্মকর্র্তা জাহিদ হোসেন, গাভী পালন খামারী কবি আজগর আলীসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুুষ্ঠানটি পরিচালনা করেন সিল কর্মকর্র্তা ইব্রাহিম হোসেন খান। প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে শিক্ষার্থীদের ডিম ও দুধ খাওয়ানো, মেডিসিনাল প্লান্ট গার্ডেনে পাখির আশ্রয়স্থল এর উদ্বোধন, অফিস চত্বরে দেওয়া ৬টি স্টল গ্রহিতাদের ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন গাভী পালন খামারীকে পুরস্কৃত করা হয়।
মন্তব্য চালু নেই