কলারোয়ায় প্রাইম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ইফতার মাহফিল

সাতক্ষীরার কলারোয়ায় প্রাইম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’র উদ্যোগে শনিবার এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিকেল ৪টায় কলারোয়ায় সমিতি ভবনে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সমিতির সভাপতি ইমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল জলিল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সমিতির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে মাস্টার হুমায়ন কবীর মিঠু, আশরাফুজ্জামান, শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, নাহিদুর রহমান, আ: রাজ্জাক, সিরাজুল ইসলাম, গোলাম সরোয়ার, সালমা খাতুন, সামছুন্নাহার, সাংবাদিক এবিএম ফিরোজ খান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ফিরোজ আহম্মেদ স্বপন সমিতির ২৬ টি কেন্দ্রের সভাপতি ও সভানেত্রীর হাতে উপহার হিসাবে ছাতা তুলে দেন। এছাড়া ২৫ জন ডিপোজিট হোল্ডারের মধ্যে সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধরণের উপহার সামগ্রী বিতরণ করা হয়। আলোচনা শেষে ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসাবে ধর্মীয় আলোচনা করেন মাওলানা জিয়াউল ইসলাম। তাকে সহযোগিতা করেন কলারোয়া উপজেলা মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম।



মন্তব্য চালু নেই