কলারোয়ায় প্রধান শিক্ষকদের সাথে শিক্ষক-কল্যাণ সমিতির যৌথ সভা
সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন হাইস্কুলের প্রধান শিক্ষকদের সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হরিসাধন ঘোষ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রকীব, শিক্ষক নেতা আজহারুল ইসলাম, রুহুল আমিন, নূরুল ইসলাম, সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, শামছুল হক, ইবাদুল হক, ফজলুল করিম, আব্দুল আলিম, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্যাহেল আলিম বাবু, আব্দুস সাত্তার, শফিকুল ইসলাম, আবুল হাসান, হাসান ইয়ার মোহাম্মদ, সুভাস চন্দ্র ঘোষ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, হুমায়ন কবির মিঠু, শামছুর রহমান লাল্টু, হুমায়ন কবির, আসাদুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভায় সমিতির আয়-ব্যয়, বিদ্যালয় ভিত্তিক প্রশ্ন পত্র তৈরীসহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভাটি পরিচালনা করেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান।
মন্তব্য চালু নেই