কলারোয়ায় পিএমটি সদস্য ও সুপারভাইজারদের দিনব্যাপী কর্মশালা

সাতক্ষীরার কলারোয়ায় উপযুক্ত শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনতে এলজিইডি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে পিএমটি সদস্য ও সুপারভাইজারদের দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় অফিসার্স ওয়েলফেয়ার ক্লাব এ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর আলি, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমারসহ বিভিন্ন বুথের সদস্য ও সুপারভাইজারগন।
কর্মশালায় অতিথিবৃন্দ বলেন, যাচাই বাছাইরে সময় সচেতন থাকতে হবে যেন কোন যোগ্য শিক্ষার্থী বাদ না পড়ে আবার কোন অযোগ্য শিক্ষার্থী অন্তর্ভুক্ত হতে না পারে। আর সে জন্য বুথের প্রত্যেক সদস্যকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তবেই সরকারের এ প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।



মন্তব্য চালু নেই