কলারোয়ায় পলাতক আসামিসহ আটক ৫
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি, মাদক, ধর্ষন মামলাসহ ৫ আসামিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানার একাধিক বিট অফিসার অভিযান চালিয়ে জিআর মামলার পলাতক আসামি ধানদিয়া গ্রামের কাদের গাজির ছেলে আলমগীর হোসেন (২৬), ধর্ষন মামলার আসামি উত্তর ভাদিয়ালি গ্রামের লিয়াকত আলির ছেলে আসাদুজ্জামান (২৭) এবং ১০পুরিয়া গাঁজাসহ পৌর সভার গদখালিগ্রামের মৃত আকবার আলির ছেলে আরিফুল ইসলাম (২২), মৃত কামরুজ্জামান বাবুর ছেলে শরিফুল ইসলাম (২৩) ও ঝিকরা গ্রামের মৃত অসিম ভট্টাচার্যের ছেলে অনিমেষ ভট্টাচাযর্ (৩২) কে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে থাানায় জিআর,ধর্ষন ও মাদক মামলা হওয়ায় তাদের আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম জানান।
মন্তব্য চালু নেই