কলারোয়ায় নৃতাত্বিক আদিবাসী শ্রমজীবি সমবায় সমিতির সন্তানদের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় নৃতাত্বিক আদিবাসী শ্রমজীবি সমবায় সমিতির অধ্যায়নরত সন্তানদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতারের নন্দিত কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মনোরঞ্জন ঘোষাল।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মৎস্যজীবী উপজাতি ও হতদরিদ্র সোসাইটির চেয়ারম্যান লায়ন আবু বক্কর সিদ্দিক, সাতক্ষীরা নৃতাত্বিক আদিবাসী শ্রমজীবি সমবায় সমিতির উপদেষ্টা শেখ তাসকিন, সভাপতি মোখলেছুর রহমান, সহ-সভাপতি প্রশান্ত সরকার, সাধারণ সম্পাদক রবিন মন্ডল, কোষাধ্যক্ষ জয়ন্ত মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৬০ জন নৃতাত্বিক আদিবাসী শ্রমজীবি সমবায় সমিতির অধ্যায়নরত সন্তানদের মাঝে ২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠারে ওই সমিতির সদস্য প্রতিবন্ধী ষষ্টি বালাকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

কলারোয়ায় এক বেকারী মালিকের ২০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী ও বিএসটিআইয়ের লাইন্সেস না থাকার অপরাধে এক বেকারী মালিককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং খুলনা বিএসটিআইয়ের ফিল্ড অফিসার হাসিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পৌর সদরের ঝিকরা গ্রামের টি-রুচিরা বেকারীতে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বেকারীতে প্রয়োজনীয় কাগজপত্র, স্বাস্থ্য সম্মত খাবার তৈরী ও বিএসটিআইয়ের কাগজপত্র না থাকার অপরাধে টি-রুচিরা বেকারীর মালিক শেখ তৈয়বুর রহমান তৈয়বকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় সহযোগিতা করেন বেঞ্চসহকারী এমএ মান্নান, কলারোয়া থানার এসআই সুলতান আহম্মেদ, এএসআই কামরুজ্জামান জিয়া ও সাংবাদিক জুলফিকার আলী।

কলারোয়ায় উপজেলা চেয়াম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে ফুলেল শুভেচ্ছা
Up photoসাতক্ষীরার কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানালেন সদ্য নির্বাচিত পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।

বুধবার এ ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, সহকারী প্রিজাইডিং অফিসার শেখ জাহিদ হাসান, পোলিং এজেন্ট সমর কুমার দেবনাথ, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসলমুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রামপ্রসাদ দত্ত, সাংবাদিক ইব্রাহিম খান, খোরদো পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই তরিকুল ইসলাম, এএসআই কামরুল হাসান, এএসআই মামুনুর রহমান।

সকলের উপস্থিতিতে ১৫এপ্রিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যান্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলে। নির্বাচন শেষে নূর ইসলাম প্যানেল বিজয়ী হয়। আগামী ৭ দিনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে সভাপতি নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই