কলারোয়ায় নাশকতা মামলায় ১১ জামাতকর্মী আটক
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জামায়াতকর্মীসহ ১১ জনকে আটক করেছে। রোববার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা জামায়াতকর্মীরা হলো- উপজেলার পরানপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল মাজেদ (২৮), আব্দুল মজিদের ছেলে ইমরান হোসেন (৩৫), মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আজিজ (৩৪), কলাটুপি গ্রামের মৃত আহম্মদ সরদারের ছেলে আব্দুল হামিদ (৬৫), মানিকনগর গ্রামের মেত মেহের আলীর ছেলে মুনছুর দপ্তরী (৫২), মুরারীকাটি গ্রামের মৃত শরাফাত আলীর ছেলে কাজী রফিকুল ইসলাম (৫৫), ব্রজবক্স গ্রামের মৃত হাজের আলীর ছেলে আশরাফ আলী (৫৩), লাঙ্গলঝাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আসাদুল ইসরাম (৩০),বলিয়ারনপুর গ্রামের মৃত মোজাফ্ফ রহমানের ছেলে মারামারি মামলার আসামী আতাউর রহমান (৫৫) কেরালকাতা গ্রামের রবিউল ইসলামের ছেলে কবিরুল ইসলাম (৫২) ও সোনাবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে পলাতক আসাম জাহাঙ্গীর আলম (৩২)।
আটককৃতদের বিরুদ্ধে নাশকতা,মারামারি ও ওয়ারেন্ট থাকায় তাদেরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে থানার ওসি তদন্ত শফিকুর রহমান জানান।
মন্তব্য চালু নেই