কলারোয়ায় নবান্ন উৎসব পালিত

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ অগ্রহায়ণের বাংলার প্রধান কৃষি ফলন কাটার সময়ে গ্রামঞ্চলে শুরু হয় নবান্ন উৎসব । নবান্নে নতুন ধানের চাল দিয়ে তৈরী কর হয় পিঠা পায়েস হ্মীরসহ হরেক রকমের খাবার। বাড়ির আঙ্গিনায় নতুন ধানের মৌ মৌ গন্ধে ভরে ওঠেছে।

এ উপলক্ষ্যে কলারোয়ায় অগ্রহায়ণের প্রথম দিনে সংগীত, নৃত্য, আবৃত্তিসহ নানা আয়োজনে নবান্ন উৎসব ১৪২৩ পালিত হয়েছে । কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকেলে ৩ টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে নবান্ন উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়।

উপজেলা সমাজ সেবা অফিসার ও শিল্পকলা একাডেমির সাধারাণ সম্পাদক শেখ ফারুক হোসেন সঞ্চালনায় নবান্ন উৎসবের আলোচনা সভায় বক্তব্য রাখেন মিসেস ইউএনও, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, কলারোয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আনোয়ারুর ইসলাম, শিল্পকলা একাডেমিক শিক্ষক শিলা রানী হালদার, আর্ট শিক্ষক মনির হোসেন প্রমুখ।

পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়। একই সাথে বিভিন্ন ধরনের পিঠা খেয়ে উৎসব পালন করা হয়।



মন্তব্য চালু নেই