কলারোয়ায় জুয়া খেলায় এক ব্যক্তিকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের
জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে ২শত টাকা জরিমানা আদায় করেছে সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ কুমার তালুকদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত চলাকালে উপজেলার যুড়িখালী গ্রামের মধ্যে থেকে ওই গ্রামের মৃত মোজাম্মেল দালালের ছেলে আশরাফুল ইসলাম (৪০)কে আটক করে। পরে ওই স্থানে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২শত টাকা জরিমানা আদায় করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চসহকারী এমএ মান্নান,কলারোয়া থানার এএসআই বিল্লাল হোসেন।
মন্তব্য চালু নেই