কলারোয়ায় জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীসহ সন্দেহভাজন ডাকাত আটক
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরা কলারোয়ায় বিশেষ অভিযান চালিয়ে সরকার পতনের নীলনকশা পরিকল্পনা করার অপরাধে নাশকতা মামলায় ৩ জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ এক ধর্ষক ও সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার কলাটুপি প্রাইমারী স্কুলে বসে নাশকতা পরিকল্পনা সময় জামায়াত নেতা পৌরসদর তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আমজেদ আলি সরদারের ছেলে মাওলানা ওমর আলি (৫৫), শিবির কর্মী গদখালি ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৩) ও উপজেলার সুলতানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে জামায়াত কর্মী শাহানুর রহমান (৪৫) কে থানার তদন্ত (ওসি) শেখ সফিকুর রহমান আটক করেন। অপরদিকে, থানার এসআই মাফিজ অভিযান চালিয়ে ডাকাতি মামলার সন্দেভাজন আসামি পুটুনী গ্রামের আনছার মোড়লের ছেলে আমির মোড়ল (২৭) কে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা হওয়ায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ।
মন্তব্য চালু নেই