কলারোয়ায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। শনিবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বরদের সাথে মতবিনিময় করেন তিনি। সকাল থেকে উপজেলার লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, কেরালকাতা, কয়লাসহ বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের সাথে মতবিনিময়কালে তিনি নিজের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। ইউনিয়ন পরিষদের হলরুম, চেয়ারম্যানের কক্ষে ও অন্যান্য স্থানে মতবিনিময় সভা গুলো অনুষ্ঠিত হয়।

সন্ধ্যার পর উপজেলার কেরালকাতা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আ.হামিদ সরদারের সভাপতিত্বে তার কাজিরহাটের অফিসে আয়োজিত তাৎক্ষনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন আ.লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তৃণমূলের চাপে ও দাবির প্রেক্ষিতে প্রার্থী হয়ে আপনাদের কাছে এসেছি। আমি নির্বাচিত হলে জেলা পরিষদ থেকে প্রদত্ত বিভিন্ন বরাদ্দগুলোর স্বচ্ছতা নিশ্চিত করবো।

জনপ্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন, জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আ.রশিদ, ফিংড়ি ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসান, সাতক্ষীরা পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি সুজন, সাধারণ সম্পাদক অয়ন, কালিগঞ্জ ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কর, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ.রশিদ, ইউপি সদস্য আ.ওয়াদুদ, শহীদুল ইসলাম, মিজানুর রহমান, জিয়াউর রহমান, রহিমা খাতুন, মাছুরা ইয়াসমিন হিরা, মজিবর রহমান, ওসমান গণি প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজাান হোসেন।



মন্তব্য চালু নেই