কলারোয়ায় গাছের সাথে আকিজ কোম্পানীর কার্গোর ধাক্কায় চালকসহ আহত-২
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় ঢাকা টোব্যাকো আকিজ এন্ডাষ্ট্রিজ কোম্পানীর কার্গো নিয়ন্ত্রন হারিয়ে গাছে মেরে দিয়েছে। এসময় কার্গোয় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কে কলারোয়া পৌর সদরের হরিতলা পূজা মন্ডপের কাছে। বর্তমানে চালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দ্রুগ গতির কার্গোটি (নং-ঢাকা মেট্রো-উ-১৪-১১২৯) যশোর অভিমুখে যাওয়ার সময় পথিমধ্যে ওই স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা সরকারী একটি বড় মেহগনি গাছে স্বজোরে ধাক্কা মারে।
এতে ওই কার্গোয় থাকা চালক যশোর জেলার ঝিকরগাছা গ্রামেরর বেলাল হোসেন (৩০) ও হেলপার রাসেল (২৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত চালক ও হেলপারকে উদ্ধার করে প্রথমে কলারোয়া ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চালক (হেলপার) রাসেলের অবস্থা আশংকাজন। পরে কলারোয়া পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি সংরক্ষণ করেছেন।
মন্তব্য চালু নেই