কলারোয়ায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ
সাতক্ষীরার কলারোয়ায় কৃষকদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পাওয়ার টিলার ও পাওয়ার থ্রেশার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা চত্বরে এই পাওয়ার টিলার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন প্রকল্পের আওতায় এ পাওয়ার টিলার ও পাওয়ার ত্রেশার বিতরণ করা হচ্ছে। সূত্র জানায়, উপজেলার কৃষকদের মাঝে ৫০ টি পাওয়ার টিলার ও ২০ টি পাওয়ার থ্রেশার বিতরণ করা হয়। বুধার পাওয়ার টিলার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক গোলাম রহমান, পাওয়ার টিলারপ্রাপ্ত আরশাদ আলি, আব্দুল খালেক, মহিনুর হোসেন, আমিনুর রশিদ প্রমুখ।
মন্তব্য চালু নেই