কলারোয়ায় এনজিও কর্মীকে পিটিয়ে টাকা ছিনতাই
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় প্রকাশ্যে দিবালোকে এক এনজিও কর্মীকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিলো ছিন্তাকারীরা। ঘটনাটি ঘটেছে, গতকাল বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সামনে। এঘটনায় কলারোয়া থানায় ৩ ছিন্তাইকারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।
আহত এনজিও কর্মী কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে সোহাগ রহমান (২৮) স্থানীয় একটি এনজিও তে মাঠ পর্যায়ে চাকুরী করেন।
তিনি বেলা সাড়ে ১০টার দিকে গ্রাম থেকে টাকা কলেকশান করে অফিসে ফেরার পথে ওই স্থানে পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী ইলিশপুর গ্রামের মনিরুল ইসলাম, আক্তারুল ইসলাম, সুমন হোসেন, দেশীয় অস্ত্র সন্ত্র নিয়ে তার বাইসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ী ভাবে মারপিট করে তার কাছে থাকা এনজিও ব্যাগ থেকে নগদ ৫৬হাজার ৭শ’ ৩৫টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
এসময় পথচারীরা আহত অবস্থায় এনজিও কর্মী সোহাগ রহমানকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে।
মন্তব্য চালু নেই