কলারোয়ায় উন্নতজাতের ঘাসচাষ প্রদর্শনী ও বিতরণ কার্যক্রম
কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় প্রাণি পুষ্টি উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প ২য় পর্যায়ে উন্নতজাতের ঘাসচাষ প্রদর্শনী ও নেপিয়ার পাকচং চারা বিতরণ করা হয়েছে।
বৃৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্দ্যোগে প্রাণি সম্পদ অফিস চত্বরে এই ঘাসচাষ ও প্রদর্শনী খামারীদের মাঝে ঘাসের চারা বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্র্তা উত্তম কুমার রায়।
ঘাসচাস বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্র্তা ডাক্তার এএসএম আতিকুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, খামারী বিশাখা সাহা, জালাল উদ্দিন প্রমুখ।
এ সময় ১৫জন ঘাসচাষী ও খামারীদের মাঝে প্রত্যেককে ১০ হাজার করে টাকা ও প্রদর্র্শনী সাইন বোর্ড বিতরণ করা হয়।
মন্তব্য চালু নেই