কলারোয়া (সাতক্ষীরা) কিছু খবর

কলারোয়ায় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয। রোববার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

‘লড়ছে যুব লড়বেই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে হওয়া এ কর্মশালায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব উন্নয়ন’র সহকারী পরিচালক আব্দুল কাদের, উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রঊফ, নজরুল ইসলাম, লতিফা আক্তার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম প্রমুখ। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক।

 

কলারোয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি, থান কাপড় উদ্ধার করেছে। মাদরা বিওপি’র নায়েব সুবেদার হুমায়ুন কবির রোববার সাংবাদিকদের জানান, শনিবার রাতে হিজলদি বিওপির নায়েব সুবেদার কবির আহম্মেদের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী কামনডাঙ্গা মাঠের মধ্য থেকে ভারতীয় উন্নতমানের ২৯৪ পিস জর্জেট শাড়ি ও ২২৫ মিটার থান কাপড় উদ্ধার করেন। উদ্ধারকৃত ভারতীয় শাড়ি ও কাপড়ের আনুমানিক মূল্য ১২ লাখ ৪৩ হাজার ৫শ’ টাকা।

সাতক্ষীরা ৩৮, বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহম্মেদ বকশী সাংবাদিকদের এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে কাকডাঙ্গা বিওপি’র সুবেদার শেখ ফয়েজ উদ্দিন রোববার সাংবাদিকদের জানান, তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা বালিয়াডাঙ্গা, গাড়াখালি ও কাকডাঙ্গা থেকে ভারতীয় শাড়ি, থান কাপড় ও স্টীল সামগ্রী উদ্ধার করেন। এগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ১৪ হাজার ৫০ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত পণ্যের সর্বমোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৭ হাজার ৫০ টাকা।
কলারোয়ার সিংগা হাইস্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় কলারোয়া বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার সকাল ৭ টায় জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে স্কুলের শিক্ষার্থীদের তৈরীকৃত প্রতিকী শহীদ মিনারে প্রধান শিক্ষক হরিসাধন ঘোষের নেতৃত্বে শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবদেন শেষে প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীদের উপস্থিতে নগ্ন পায়ে একটি বিশাল মৌন মিছিল স্কুল সংলগ্ন বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান শিক্ষক হরিসাধন ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আঃ সবুর,জহুরুল ইসলাম, স্কুল পরিচলনা কমিটির প্রাক্তন সদস্য শিক্ষক হাফিজুর রহমান, বিশিষ্ঠ সমাজ সেবক অভিভাবক ডাঃ কবিরুল ইসলাম, পিটিএ কমিটির সদস্য নূরুল আমিন, শিক্ষার্থী সালমা খাতুন,সাদিয়া খাতুন, এস,এম সাকিব, ফারদিন আনান তুর্য, নাঈমুর রহমান হ্রদয়, ফয়সাল আহম্মেদ ও মনিরা খাতুন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় এ সময় ঊপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক লোকমান হোসেন, আজিজুর রহমান,আঃ রউফ, প্রদীপ বিশ্বাস ,জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, আঃ সালাম, বদরুজ্জামান, কর্মচারী শাহিদা খাতুন, কামরুল ইসলাম ও আলাউদ্দীনসহ অভিভাবকবৃন্দ।

সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক মাওঃ আয়ুব হোসেন।



মন্তব্য চালু নেই