কলারোয়ায় আ.লীগ প্রার্থী আরাফাত হোসেনের নির্বাচনী পথসভা

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরাফাত হোসেনের নৌকা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁটরা হাইস্কুল চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। আগামি ৬ মার্চ অনুষ্ঠেয় উপ-নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী আরাফাত হোসেনকে নির্বাচিত করার জন্য পথসভায় আহবান জানান বক্তারা। উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরাণি¦ত করতে নৌকা প্রতীকে ভোট চান আ.লীগ প্রার্থী আরাফাত হোসেন। পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, আফজাল হোসেন হাবিল, এসএম মনিরুল ইসলাম, আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, আবুল কালাম, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক ইউনুছ আলী খান, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রভাষক কবি মন্ময় মনির, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্না, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, কয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিএম জাহাঙ্গীর হোসেন, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক এম এ মান্নান, মহিলা ইউপি সদস্য কাজল, ইউপি সদস্য শাহাবুদ্দিন, ইউপি সদস্য আলী মাহমুদ। নির্বাচনী পথসভায় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাজী শাহাদাৎ হোসেন, আওয়ামীলীগ নেতা সরদার আনছার আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাবেক ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহম্মেদ জনি।



মন্তব্য চালু নেই