কলারোয়ায় আ.লীগের জরুরী সভা
সাতক্ষীরার কলারোয়ায় সংগঠনকে গতিশীল ও তৃণমুল পর্যায়ে দলকে আরও বেশি শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা আ.লীগের এক জরুরী সভা শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভাপতির বক্তব্যে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আ.লীগ প্রতিষ্ঠার এই মাসে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত সকল উন্নয়নমূলক কাজে শরিক হতে হবে। পবিত্র মাহে রমজানে আমাদের অঙ্গীকার করতে হবে কলারোয়ার মানুষকে আমরা নিরাপদে রাখবো। আমাদের নেতৃত্বে কলারোয়াকে একটি আধুনিক কলারোয়ায় রূপ দেব। আর সেজন্য দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে উপজেলা আ.লীগের তরুণ সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু তাঁর বক্তব্যে বলেন, আজ সময় এসেছে কলারোয়া থেকে স্বাধীনতা বিরোধী শক্তিকে চিরতরে বিতাড়িত করার। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে সেটা করা খুবই সহজ হবে। সেজন্য তিনি তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ সভাপতি আলহাজ্ব মাস্টার খায়বার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আরী, অধ্যাপক আমজাদ হোসেন, রবিউল আলম মল্লিক রবি, ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, পৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আব্দুর রহমান, আফজাল হোসেন হাবিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য চালু নেই