কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূলকথা’- প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলা পরিষদের আয়োজনে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) সানজিদা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন, হারুন-অর-রশিদ, নাজমুল হোসেন, শেখ আবুল কালাম, জাকির হোসেন, কলারোয়া পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন, তৌফিকুর রহমান, রেহেনা খাতুন, রাফিজা বানু, স্বপন কুমার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলো।
মন্তব্য চালু নেই