কলারোয়ায় আটক ৪

সাতক্ষীরার কলারোয়ায় জুয়ার আসর থেকে ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার সোনাবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলো উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের গাউছল আজমের ছেলে আলমগীর হোসেন (২৭), মালেক মিস্ত্রীর ছেলে আয়ুব মিস্ত্রীর (৩০). আলম দেওয়ানের ছেলে সিদ্দিক দেওয়ান (২৫) ও মৃত গহর সরদারের ছেলে মালেক সরদার (৩৫)।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, বুধবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আসাদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ওই ৪ জনকে আটক করে আর অন্যরা দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে কলারোয়া থাানায় একটি মামলা {নাং (২৮) ২১/১০/১৫} দায়ের হয়েছে।



মন্তব্য চালু নেই