কলারোয়ায় আউট সোর্সিং বিষয়ক কর্মশালার উদ্বোধন

কামরুল হাসান, কলারোয়া : “আমরা হব জয়ী, আমরা হব দূর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার” এই প্রদিপাদ্যকে সামনে রেখে রোববার বিকাল ৩ টায় কলারোয়া পাইলট হাইস্কুলের হলরুমে এইচ এম কমিউনিকেশন’র আয়োজনে আইকন আউট সোর্সিং এর পক্ষ থেকে আউট সোর্সিং আয় বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া পাইলট হাইস্কুলের কম্পিউটার শিক্ষক আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আইকন আইটি শাখার প্রধান এস.এম রিশাদ এবং সাতক্ষীরা নিউজ ডটকম এর বার্তা সম্পাদক সাংবাদিক একরামুল কবীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক তাজউদ্দীন আহমদ। সেমিনারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। আইসিটি জেলা টিম লিডার মীর শরীফ হাসান নাসের ও ধীরাজ মোহনের সার্বিক সহযোগীতায় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলারোয়া শাখা প্রধান জাহাঙ্গীর হোসেন।



মন্তব্য চালু নেই