কলারোয়ায় অসুস্থ প্রধান শিক্ষকের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলো শিক্ষক নেতারা

কামরুল হাসান, কলারোয়া: অসুস্থ প্রধান শিক্ষকের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলো কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক নেতারা। উপজেলার কাজিরহাট গার্লস হাইস্কুলের অসুস্থ প্রধান শিক্ষক শামছুল হকের চিকিৎসা সহায়তার জন্য নগদ ৫০হাজার টাকা প্রদান করেছেন সমিতির নেতৃবৃন্দ।

শনিবার বেলা ১টার দিকে কাজীরহাট গার্লস হাইস্কুলে উপস্থিত হয়ে ওই টাকা তুলে দেয়া হয়। চিকিৎসা সহায়তার লক্ষ্যে অর্থ প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক আ.সাত্তার, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সহিদুল ইসলাম, আ. রউফ, উত্তম কুমার, সুমন, প্রশান্তসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীমন্ডলী।

দীর্ঘদিন গুরুতর অসুস্থ থাকার পর শনিবার কর্মস্থলে আসেন প্রধান শিক্ষক শামছুল হক। শিক্ষক নেতৃবৃন্দের অর্থ সহায়তা প্রদানকালে প্রধান শিক্ষক শামছুল হকের সহধর্মিনী রিপা আক্তার সেখানে উপস্থিত ছিলেন। তারা শিক্ষক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শুভাকাংখীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, সম্প্রতি হার্টস্ট্রোকজনিত অসুস্থতায় প্রধান শিক্ষক শামছুল হক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। তিনি বর্তমানে কিডনি, লিভার ও ডায়বেটিসজনিত রোগে ভুগছেন।



মন্তব্য চালু নেই