কলারোয়ার সিংগা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে রালি ও আলোচনা সভা
সাতক্ষীরা কলারোয়ার সিংগা কমিউনিটি ক্লিনিকের “প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৫” উপলক্ষ্যে এক বর্নাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় আরসি এইচ সি আইবি (কমিউনিটি ক্লিনিক প্রকল্প) এর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্বাবধানে ও সিভিল সার্জন কার্যালয়, সাতক্ষীরা এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিনিকের সদস্য আলতাফ হোসেন মেম্বার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি হাসপাতালের ডা. মেহেরুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংগা হাইস্কুলের প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক, ওয়াশ’র ম্যানেজার সত্যেন সিংহ, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, স্বাস্থ্য পরিদর্শক রবীন্দ্রনাথ, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি আরিফুর রহমান বাপ্পী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিদাতা ডা. আজিজুল ইসলাম, প্রাক্তন ইউপি সদস্য নূর আলী, ফজলুর রহমান, মাস্টার আজিজুর রহমান, আব্দুর রউফ, আব্দুস সবুর, সমাজসেবক নূরুল আমিন, স্বাস্থ্য সহকারী শরিফুল ইসলাম, এফডব্লিউএ ফেরদৌসি পারভীন, হাসানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিংগা ক্লিনিকের সি এইচ সি পি আমজাদ হোসেন।
মন্তব্য চালু নেই