কলারোয়ার মুরারীকাটি মহাশ্মশান কমিটি গঠন
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় কলারোয়া উপজেলা পৌর সদরের মুরারীকাটি মহাশ্মশান কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু মনোরঞ্জন সাহার সভাপতিত্বে ও হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোলক চন্দ্র মন্ডল, শ্রী নরেন্দ্র নাথ ঘোষ, চন্ডী চরন কুন্ড, শিবপদ পাল।
আলোচনা সভা শেষে সকলের সর্ব সম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট মুরারীকাটি শ্মশান কমিটি গঠন করা হয়। নব-নির্বাচিত কমিটির সভাপতি হলেন-গোলক চন্দ্রমন্ডল, সহ-সভাপতি অসীম কুমার পাল, সুজন কুমার, দীপংকর মন্ডল, নির্মল কুমার দে, সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক পি তোষ বিশ্বাস, নির্মল মন্ডল, কোষাধ্যক্ষ রাম লাল দত্ত, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার সরদার, প্রচার সম্পাদক অসিম মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক সুদর্শন কুমার হোড়, সমাজ কল্যান সম্পাদক কার্ত্তিক চন্দ্র মন্ডল, উন্নয়ন বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার পাল, মহিলা সম্পাদিকা সন্ধ্যা রানী বর্মন, দপ্তর সম্পাদক গোবিন্দ মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক বানী নাম দে, সদস্য দিলীপ কুমার অধিকারী, উত্তম কুমার পাল, অর্জন কুমার পাল, দীন বন্ধু মন্ডল, চিত্ত রঞ্জন বসু, গৌরঙ্গ সোম, রনজিৎ কুমার কুন্ড, সন্দীপ রায়, গঙ্গাঁ মনি বিশ্বাস, ভৈরব কুমার তরফদার, উত্তম বিশ্বাস, সরজিত কুমার নন্দী, অসীম কুমার পোদ্দার, আনন্দ কুমার সরকার, রাম লাল দত্ত প্রমুখ।
মন্তব্য চালু নেই