কলারোয়ার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ১০ দিনের শিক্ষা সফরে থাইল্যান্ড যাচ্ছেন

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ ১০ দিনের চাকুরীকালীন প্রশিক্ষণ গ্রহণের জন্য থাইল্যান্ডসহ কয়েকটি দেশে শিক্ষা সফরে যাচ্ছেন। এ উপলক্ষ্যে সোমবার বিকেলে কলারোয়ার সকল প্রতিষ্ঠান প্রধানদের কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানানো হয়। সোমবার রাতে তিনি ১০দিনের শিক্ষা সফরের উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। ঢাকাতে দুই দিন বিদেশ সফরের কাগজ-পত্র ঠিক করে আগামী ৯ জুন দুপুরে ঢাকা থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে বিমান যাত্রা করবেন।

শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ জানান, সম্পূর্ণ সরকারি এই সফরে তিনি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকারের সফরসঙ্গী হচ্ছেন। এই সফরে সেকায়েপ প্রকল্প’র উর্ধ্বতন কর্মকর্তারাও যাচ্ছেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই