কলারোয়ার ফের ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ধরা পড়লো ৩শ’৩০বোতল ফেনসিডিল
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় মাদক মুক্ত ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়তে অঙ্গিকার নিয়ে সেই জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির নেতৃত্বে আবারও ধরা পড়লো বড়ধরনের একটি মাদকের চালান।
মঙ্গলবার ভোর রাতে এ মাদকের চালানটি ধরা পড়ে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামে। ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মনিরুল ইসলাম, শ্রী অশোক কুমার দাস, শ্রী ভূষন চন্দ্র দাস, শ্রী রাম চন্দ্র দাস, সালাম হোসেন, দিলীপ কুমার দাস, আমির হোসেন, শ্রী স্বপন কুমার দাস ভোর রাতে চন্দনপুর গ্রামের সুলতানের বাড়ীর সামনে উপস্থিত হলে চোরাচালানীরা মাদকের বস্তা ফেলে পালিয়ে যায়। ওই সময় তার নেতৃত্বে বস্তা ৩টি পরিষদের এনে রাখা হয়। পরে কলারোয়া থানা পুলিশে জানানো হলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, এসআই রাজ্জাক, এএসআই শেখ জাহিদুল ইসলাম ঘটনা স্থানে উপস্থিত হয়ে ওই ৩টি বস্তায় তল্লাসী চালিয়ে ৩শ’ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চন্দনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ওলিয়ার রহমান, ইমাম হোসেন খান, সমাজসেবক ডাঃ আজাহার আলী খান, শওকাত আলী খা, সাংবাদিক এসএম ফারুক হোসেন, ইউপি সচিব তাজমির আলম প্রমুখ।
মন্তব্য চালু নেই