কলারোয়ার দমদম হাইস্কুলে দু’দিন ব্যাপী স্বাধীনতা দিবস উদযাপন

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় দমদম মাধ্যমিক বিদ্যায়ল দু’দিন ব্যাপী মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে উদযাপন করেছে। বুধবার থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে। দমদম মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলাতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন হাবিব, স্কুলের প্রধান শিক্ষক আঃ রহিম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আঃ আজিজ, সহকারী শিক্ষক লোক কুমার, জিএম আঃ হামিদ, আঃ ওহাব, রফিকুল ইসলাম, বাসুদেব কুমার ঘোষ, রফিউল্যাহ, শফিকুল ইসলাম, ওলিউর রহমান, শামসুর রহমান লাল্টু, শাহানাজ পারভীন, আঞ্জুয়ারা খাতুন, দেবাশীষ কুমার দাস. আশুরা খাতুন, স্কুল পরিচালনা পরিষদের সদস্য নজরুল ইসলাম, আজিবার রহমান, আঃ মালেক মোড়ল, আঃ জব্বার, মুজিবর রহমান ও কলারোয়া উপজেলা জাকের পার্টির সভাপতি এসএম শহিদ প্রমুখ।



মন্তব্য চালু নেই