কলারোয়ার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সেকায়েপ’র প্রকল্প পরিচালক
সাতক্ষীরা কলারোয়ার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন সেকায়েপ’র প্রকল্প পরিচালক ড.মাহমুদ-উল-হক। বুধবার দিনভর সেকায়েপ’র প্রকল্প পরিচালক ড. মাহমুদ-উল-হক কলারোয়ার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, কাজীরহাট গার্লস মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া আলিয়া মাদ্রাসা, কলারোয়া পাইলট হাইস্কুল ও সর্বশেষে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত মত বিনিময়কালে ড. মাহমুদ-উল-হক শিক্ষা বিস্তার ও এর সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কলারোয়ার অবস্থান সুউচ্চ বলে মত ব্যক্ত করেন। সবগুলো প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি সেকায়েপ’র কার্যক্রম সম্পর্কে অবহিত ও সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনটিমে আরও ছিলেন সেকায়েপ’র ডিডি মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন উইন ড. মাহবুবা ইসলাম, পাঠ্যাভ্যাস কর্মসূচির কো-টিম লিডার শরিফ মোহাম্মদ মাসুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকারসহ কলারোয়ায় দায়িত্বরত সেকায়েপ’র কর্মকর্তাবৃন্দ।
কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের মত বিনিময়কালে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এন. হাসান সরোওয়ার্দী, উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, স্কুলের সভাপতি আ.লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক তাপস কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ।
উপস্থিত ছিলেন সেকায়েপ’র কর্মকর্তা প্রদীপ কুমার পাল, কলারোয়ায় দায়িত্বরত কর্মকর্তা রাজেদুল ইসলাম রাজু, কলারোয়া পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, ভাদিয়ালি হাইস্কুলের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, হেলাতলা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিকী বাবর, প্রধান শিক্ষক আনছার আলি, গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক উৎপল কুমার সাহা, শেখ শাহাজাহান আলি শাহিন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক অধ্যাপক কেএম আনিছুর রহমান, এমএ সাজেদ, ফিরোজ জোয়ার্দ্দার, ফিরোজ খান প্রমুখ।
মন্তব্য চালু নেই