এনসিটিএফ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ॥ পাবলিক একাউন্টিবিলিটি সেশন আজ

স্টাফ রিপোর্টার : ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলার উদ্দোগে পাবলিক একাউন্টিবিলিটি সেশন/২০১৬ এর প্রাক প্রস্তুতি সভা বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা জেলা কার্যালয়ে মঙ্গলবার বিকেল ৪টায় সংগঠনের সভাপতি শাহরিন দিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাতক্ষীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনসিটিএফ এর জেলা সাধারন সম্পাদক মোঃ সাকিবুজ্জামান। সভায় এনসিটিএফ সাতক্ষীরা জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ছাড়াও সাধারন সদস্যগণও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ৯ নভেম্বর সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবলিক একাউন্টিবিলিটি সেশন/২০১৬ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসক জেলা পরিষদ, সিভিলসার্জন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, পৌর মেয়র, কাউন্সিলর সহ সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।



মন্তব্য চালু নেই