এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে
আব্দুর রহমান : সাতক্ষীরায় এইচআইভি/এইডস সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কন্সফারেন্স রুমে বেসরকারি সংস্থা লাইট হাউজ কনসোর্টিয়ামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার। এসময় তিনি বলেন, ‘সমাজে এইডস আক্রান্ত রোগীদের আলাদাভাবে দেখার কোন সুযোগ নেই। যারা এইচআইভি/এইডস এ আক্রান্ত তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ না করে তাদের প্রতি সংবেদনশীল হওয়া উচিত। আমাদের উচিত এইডস সম্পর্কে গণ সচেতনতা সৃষ্টি করা।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর জ্যোন্সা আরা, সিভিল সার্জন অফিসে মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও সমকালের সাতক্ষীরা প্রতিনিধি এম. কামরুজ্জামান প্রমুখ। মতবিনিময় সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন লাইট হাউজ কনসোর্টিয়ামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ইপিআই সুপারেন্টটেন্ড সৈয়দ মিজানুর রহমান, এ্যাড. নজরুল ইসলাম, চুপড়িয়া মহিলা সমিতির নির্বাহী পরিচালক মরিয়ম মান্নান, দৈনিক কাফেলা ও ভয়েস অব সাতক্ষীরা’র স্টাফ রিপোর্টার আব্দুর রহমান, লাইট হাউজ’র হারুন উর রশিদ, গোলাম আজম, উত্তম কুমার, জিল্লুর রহমান, শাম্মি আক্তার, শরিফুল ইসলাম, মো. ইব্রাহিমসহ স্বাস্থ্য বিভাগ, আইনজীবি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাইট হাউজ’র ডি.আই.সি ম্যানেজার সঞ্জু মিয়া।
মন্তব্য চালু নেই