উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাতক্ষীরার কলারোয়ায় উপবৃত্তির ১লক্ষাধিক টাকা ফেরত
সাতক্ষীরার কলারোয়ায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তির ১লক্ষাধিক টাকা ফেরত পাঠানো হয়েছে। অনিয়মিত, বিবাহিত, ঝড়েপড়া ইত্যাদি কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬২জন শিক্ষার্থীর বিপরীতে ১লাখ ২হাজার ৭’শ ২০টাকা প্রকল্পের প্রধান কার্যালয়ে ফেরত পাঠিয়েছে উপজেলা শিক্ষা অফিস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ জানান, শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্পের আওতায় কলারোয়া উপজেলার ১৬টি কলেজ ও মাদ্ররাসায় (১৩টি কলেজ ও ৩টি মাদ্রসা) অধ্যয়নরত ৫শ’৮১জন শিক্ষার্থীকে ২০১২-১৩ শিক্ষা বর্ষের ৪র্থ কিস্তিতে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের উপবৃত্তির অর্থ সুষ্ঠু ও সুন্দর ভাবে বিতরণ করা হয়। উপবৃত্তির অর্থ বাবদ প্রকল্পের প্রধান কার্যালয় থেকে ৬শ’৪৩জন শিক্ষার্থীর বিপরীতে ১০লাখ ৭২হাজার ৯শ’ টাকা বরাদ্দ ছিলো। তন্মধ্যে ৫শ’৮১ জন শিক্ষার্থীকে ৯লাখ ৭০হাজার ২শ’৩০ উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। তিনি জানান, অনিয়মিত, বিবাহিত, ঝরেপড়া ইত্যাদি কারনে ৬২জন শিক্ষার্থীর বিপরীতে ১লাখ ২হাজার ৭শ’২০ টাকা প্রকল্পের প্রধান কার্যালয়ে ফেরত প্রদান করা হয়েছে।
মন্তব্য চালু নেই