আ.লীগের জন্ম হয়েছিল দেশ ও জাতির মঙ্গল কামনার মধ্যদিয়ে

সাতক্ষীরার কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেছেন, আ.লীগের প্রতিষ্ঠা হয়েছিল দেশ ও জাতির মঙ্গল কামনার মধ্যদিয়ে। আ.লীগের নেতৃত্বে সেদিন দেশ স্বাধীন হয়েছিলো আর আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। আ.লীগ ক্ষমতায় এলে একদিকে দেশ ও জাতির ভাগ্যের উন্নয়ন হয়, অন্যদিকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিতি পায়।

ফিরোজ আহম্মেদ স্বপন মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ পথপরিক্রমায় উপমহাদেশের এ ঐতিহ্যবাহী সংগঠনটি অর্জন করেছে অসামান্য সফলতা। স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নাগরিক সুবিচার প্রত্যাশীদের প্রতিনিধি হিসেবেই ভূমিকা রেখেছে বাংলাদেশ আওয়ামীলীগ। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাংগঠনিক সম্পাদক কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, রবিউল আলম মল্লিক রবি, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, পৌর আ’লীগের সভাপতি আজিজুল ইসলাম, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, লাঙ্গলঝাড়ার ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, প্রধান শিক্ষক আবদুর রব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, পৌর কাউন্সিলর আকিমুদ্দিন আকি, আওযামীলীগনেতা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, আসলামুল আলম আসলাম, প্রভাষক আব্দুল মান্নান, কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক হাফিজুর রহমান, হেলাতলা আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম, আ’লীগনেতা ও উপজেলা ভূমিহীন সভাপতি সরদার আনছার আলী, সাধারণ সম্পাদক সাহেব আলী, লাঙ্গলঝাড়া কেএল হাইস্কুলের প্রধান শিক্ষক মাস্টার নুরুল ইসলাম, আওয়ামীলীগনেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি সদস্য ও সোনাবাড়ীয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএম মিজানুর রহমান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী সাহাজাদা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান তুহিন, আশিকুর রহমান মুন্না, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন, সহ-সভাপতি মুজাহিদুল আসলাম, হাফিজুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক শেখ শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সাঈদ, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ মাহফুজুর রহমান মাহফুজ, পৌর যুবলীগের আহবায়ক মাসুদ পারভেজ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফ খান চৌধুরী, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শিমুল, সাধারণ সম্পাদক অনিক, সহ-সভাপতি সম্রাট প্রমুখ।

এ সময় উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাস্বেকলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পৌর বাজারে বিশাল একটি র‌্যালি বের করে উপজেলা আওয়ামীলীগ। মিছিলটি পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।



মন্তব্য চালু নেই