আশাশুনি মাদরাসা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

গাজী ফারহাদ, আশাশুনি : আশাশুনি আলিয়া মাদরাসা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ (সোমবার) চতুর্থ দিনের পরীক্ষায় ২০টি মাদারাসার ৬১৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

কেন্দ্রে অংশ নেওয়া ২০টি মাদারাসার মধ্যে প্রতাপনগর ফাজিল মাদরাসার ৬১ জন, চেউটিয়া দাখিল মাদরাসার ২৩ জন, কলিমাখালী ফাজিল মাদরাসার ৩৮ জন, গাজীপুর আলিম মাদরাসার ২৮ জন, মদিনাতুল উলুম ফাজিল মাদরাসার ২৮ জন, আশাশুনি আলিয়া মাদরাসার ৫৪ জন, চাকলা দাখিল মাদরাসার ৫১ জন, গোয়ালডাঙ্গা দাখিল মাদরাসার ৪৩ জন, খাজরা দাখিল মাদরাসার ২১ জন, মধ্যম একসরা দাখিল মাদরাসার ৪০ জন, বসুখালী দাখিল মাদরাসার ৩৪ জন, আল-মাদানী দাখিল মাদরাসার ৫১ জন, প্রতাপনগর আল-আমিন মহিলা মাদরাসার ৪৮ জন, বড়দল আলিম মাদরাসার ১২ জন, কুড়কাহুনিয়া দাখিল মাদরাসার ৩৫ জন, নাংলা দাখিল মাদরাসার ৫৬ জন, রাজাপুর দাখিল মাদরাসার ১৯ জন, মনিপুর দাখিল মাদরাসার ২৪ জন, শ্রীউলা রহমানিয়া দাখিল মাদরাসার ১৮ জন ও আনুলিয়া মহিলা দাখিল মাদরাসার ২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন আশাশুনি মাদরাসার অধ্যক্ষ মাওঃ আবুল হাসান ও হল সুপারের দায়িত্বে আছেন রাজাপুর মাদরাসার সুপার মাওঃ শহিদুল ইসলাম। সহায়তাকারী হিসাবে আছেন প্রফেসর হারুন অর রশিদ, আবুল কালাম আজাদ, মোস্তাহিদুর রহমান, সাব্বির হোসেন, রায়হান মোস্তফা ও আঃ মজিদ। ইউএনও প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান।



মন্তব্য চালু নেই