আশাশুনির ৮৫ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরন
গাজী ফারহাদ, আশাশুনি: আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৮৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।
কৃষি বিভাগ রবি-২০১৬/১৭ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে বীজ ও সার বিতরন করে আসছে। এ পর্যন্ত ৬০ জন কৃষককে সারিষার বীজ ও সার এবং ২৫ জন কৃষককে ভুট্টা বীজ ও সার প্রদান করা হয়েছে।
দু’ একদিনের মধ্যে আরও ৪০ জন কৃষককে গমবীজ ও সার এবং অতি শীঘ্রই আরও ২০ জন কৃষককে মুগডালের বীজ ও সার প্রদান করা হবে। উন্নত মানের ও অধীক ফলনশীল জাতের এসব বীজ প্রাপ্তির পর কৃষকরা বিভিন্ন অনাবাদি জমিতে আবাদ ও অন্যান্য জমিতে ফসলের আবাদ সম্প্রসারনের সুযোগ পাবে।
মন্তব্য চালু নেই