আশাশুনিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

গাজি ফারহাদ, আশাশুনি (সাতক্ষীরা) থেকে: আশাশুনিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার) বিকালে উপজেলার দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। আইডিয়াল কৃষি শ্রমিকের অধিকার বাস্তবায়ন কমিটির সহযোগিতায় ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে স্কুল চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুলে গিয়ে শেষ হয়। পরে স্কুল কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা কৃষি শ্রমিকের অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি নীলকণ্ঠ সোম। ইউনিয়ন ফেডারেশন সভাপতি যমুনা রানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি শ্রমিকের অধিকার বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য ও আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সদস্য কল্যানী সরকার। কৃষি শ্রমিকের ক্ষমতায়ন প্রকল্পের এফও প্রশান্ত কুমার বৈদ্যর সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোমা খাতুন ও গীতা পাঠ করেন মাধুরী বিশ্বাস।



মন্তব্য চালু নেই