কলারোয়া সীমান্তে পতাকা বৈঠক
আটক বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার সকালে উপজেলার মাদরা বিওপির সুবেদার আবুল কাশেম জানান, বুধবার বিকালে কলারোয়া সীমান্তের মেইন পিলার-১৩/৩এস এর ৮আরবি ভাদীয়ালী সীমান্তের জিরো পয়েন্ট ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সেখানে ভারতীয় বিএসএফ সদস্যরা আটককৃত বাংলাদেশী জামালপুর জেলার নান্দীনা গ্রামের ওমর আলী মন্ডলের ছেলে মাহবুবুর রহমান (২৮)কে হস্তান্তর করে।
এঘটনায় বিজিবির পক্ষ থেকে কলারোয়া থানায় মামলা নং-২৫(০১)১৭ দায়ের করা হয়েছে।
মন্তব্য চালু নেই