কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ “উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুিক্ত” স্লোগানেকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় উদ্বোধন করা হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও মেলাটি উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুিক্ত সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন হাইস্কুল, মাদরাসা ও কলেজসহ ২৪টি প্রতিষ্ঠানের দৃষ্টিনন্দন স্টল স্থান পেয়েছে। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ.রউফ, উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন বাবু, কৃষি কর্মকর্তা মহাসীন অলী, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান ও মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন। এছাড়া অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান পতিœ প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রতœা, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, এমদাদুল হক, প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সামছুল হক, ফজলুর রহমান, অধ্যক্ষ এসএম শহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আয়উব আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিজ্ঞান শিক্ষক, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করছেন অতিথিরা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্বাবধায়নে উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্ত জাদুঘর, আগারগাঁও আয়োজিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম।



মন্তব্য চালু নেই