আশাশুনি ব্রীজের বেহাল দশা

আব্দুর রহমান,সাতক্ষীরা ॥ আশাশুনির মরিচ্চাপ ব্রীজের বেহাল দশা চরম আকার ধারণ করেছে। যে কোন সময় ব্রীজের পাত ভেঙ্গে যানবাহন নীচে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশংখা থাকলেও কর্তৃপক্ষের অবহেলা ও অবজ্ঞার কারণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দীর্ঘ ৪/৫ বছর যাবৎ ব্রীজের ভঙ্গুর অবস্থা চললেও মাঝে মধ্যে ঝালাই পট্টি দিয়ে কোন রকমে ব্রীজটি চালু রাখা হয়েছে। ব্রীজের পাতের ভাঙ্গন, বড় বড় গর্ত, কোথাও কোথাও পাত উঠে যাওয়ার পরও কর্তৃপক্ষ সময় মত সংস্কার করেনা। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অনেক মানুষ ইতিমধ্যে পঙ্গুত্ববরণ করতে বাধ্য হয়েছে। প্রতিদিন ২/১টি যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাড়ী পাতের ফাকে আটকে পড়ায় মাঝে মধ্যে দীর্ঘ লাইনে শত শত যানবাহন খাড়িয়ে থাকতে দেখা যায়। ব্রীজের অগনিত স্থানে পাত উঠে গেছে, ভেঙ্গে গেছে, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাতের আধারে পথচারীদের পা ঢুকে যাওয়ায় বহু মানুষ আহত হচ্ছে। বর্তমানে ব্রীজের উত্তর প্রান্তে ৩/৪টি পাত উঠে গেছে। কয়েকটি দুমড়ে মুচড়ে এমন ভাবে রয়েছে যে, বাস, ট্রাক, পিকআপ পাত ভেঙ্গে ব্রীজ থেকে নীচে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অনেকের দাবী সংস্কার করার যদি কেউ না থাকে তবে এটি ভারী যানবাহনের চলাচল বন্ধ করে দেয়া হোক। এনিয়ে সরকারী উর্দ্ধতন কর্মকর্তা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অনেকবার অনেক কিছু বললেও কেন যে এর উন্নয়ন হচ্ছেনা সেটি জনগণ ভেবে পাচ্ছেনা। আশাশুনিবাসীর জন্য আশীর্বাদ হিসাবে চালু হওয়া ব্রীজটি চরম বিপর্যয়ের কারণ হয়ে থাকুক এটি কারো কাম্য নয়।



মন্তব্য চালু নেই