সাতক্ষীরায় ট্রুরিজম শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা

আব্দুর রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পরিচালিত টুর গাইডিং (এনটিভিকিউএফ) লেবেল ১ কোর্সের উন্নয়ন ও জেলায় ট্রুরিজম শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের হলরুমে অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ টেকনিক্যাল এডভাইস আইএএলও সিজার ড্রাগুটান, লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান, প্রোগ্রাম অফিসার আইএলও সিরাজুল ইসলাম, আবু আহম্দে, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা স্কাউটসের সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস, চায়না বাংলা গ্রুপের চেয়ারম্যান কে.এম আনিছুর রহমান, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, শিক্ষক নিত্যানন্দ সরকার প্রমুখ।



মন্তব্য চালু নেই