সাতক্ষীরায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

আব্দুর রহমান, সাতক্ষীরা : ‘সেবাই ধর্ম, সেবাই মহান’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নার্সেস দিবস ২০১৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সেবা ইনস্টিটিউট ও সাতক্ষীরা সদর হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেবা ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সেবা ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মঞ্জুরাণী দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডাঃ মোঃ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ আরিফুজ্জামান, নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন, জেলা আবাসিক হেলথ নার্স শেফালী রাণী সরকার, গাইনী ওয়ার্ডের ইনচার্জ মাজেদা খাতুন প্রমুখ।



মন্তব্য চালু নেই