সাতক্ষীরার দেবহাটায় দুঃস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সাতক্ষীরার দেবহাটায় প্রতিবন্ধী ও দুঃস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার নাংলাস্থ অনিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে নিজস্ব কার্য্যালয়ে এই চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবন্ধী, নারী ও শিশুদেরকে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সমিতির পরিচালক মেহের আলীর তত্ত্বাবধানে এবং উপ-পরিচালক আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎকদের মধ্যে ছিলেন বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ অনন্যা রানী, ডাঃ আবু সাঈদ, ডাঃ জবা ও ডাঃ সুমনা জেসমিন। এসময় সমিতির দাতা সদস্য সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, সমিতির পরিচালক মেহের আলী, সাংবাদিক আর.কে.বাপ্পা, সমিতির উপ-পরিচালক আবু সাঈদ, প্রভাষক কামালা হোসেন, রাবেয়া সুলতানা, মোছাঃ হোসনেয়ারা সহ সমিতির কর্মকর্তাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯ টা থেকে একটানা দুপুর ১ টা পর্যন্ত বিনামূল্যে প্রায় সাড়ে ৪ শত রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। সমিতির পরিচালক মেহের আলী জানান, প্রতিষ্টাকাল থেকে উক্ত সমিতিটি এলাকার অসহায় ও দুঃস্থ মানুষদের কল্যানে বিভিন্ন জনকল্যানমূলক কাজ করে আসছে। বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান তারই একটা অংশ। তিনি এধরনের কাজে সকলের সহযোগীতা কামনা করেন।

দেবহাটায় পুলিশের অভিযানে এক জামায়াত কর্মী আটক
দেবহাটায় পুলিশের অভিযানে এক জামায়াত কর্মী আটক হয়েছে। আটক জামায়াত কর্মীর নাম আব্দুল হামিদ (৪২)। সে দেবহাটা উপজেলার নাংলা গ্রামের মৃত বদদ্দীনের ছেলে। দেবহাটা থানার উপ-পরিদর্শক মেজবাহ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল হামিদকে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে নাংলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটক হামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে বলে মেজবাহ উদ্দীন জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক আব্দুল হামিদ দেবহাটা থানা হেফাজতে আটক ছিল।



মন্তব্য চালু নেই