সাতক্ষীরার কাজীরহাটে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো জেএসএ ॥ আহত ৪

সাইফুল ইসলাম মিলন, কাজীরহাট (কলারোয়া):
সাতক্ষীরা জেলার কলারোয়ার কাজীরহাটে দ্রতগামী বাসের ধাক্কায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত জেএসএ দুমড়ে মুচড়ে উল্টে গিয়েছে। এসময় জেএসএ’র চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার কাজীরহাট কলেজ এলাকার যশোর-সাতক্ষীরা মহাসড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরাগামী দ্রুতগতির ‘সাবিহা’ নামের একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-১১০০১৬) বিপরীতমূখি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে একটি যাত্রীবাহী জেএসএ কে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এসময় জেএসএ টি দুমড়ে মুচড়ে ও পাল্টি খেয়ে রাস্তার পাশের গাছের ডালে বেঁধে যায়। এ দূর্ঘটনায় জেএসএ’র চালক ও অপর ৩ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ২জন মহিলা রয়েছেন। তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঁগআচড়ার কয়েকটি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। এদিকে বাসটিকে কাজীরহাট ডেলমা ফিলিং স্টেশনে রেখে বাসের ড্রাইভার পালিয়ে যায় বলে জানা গেছে। তবে বাসের যাত্রীদের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দূর্ঘটনা কবলিত বাস ও জেএসএ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই