কলারোয়া ডায়াবেটিক হাসপাতালে অত্যাধুনিক যন্ত্র প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান

সাতক্ষীরার কলারোয়া ডায়াবেটিক হাসপাতালে কলারোয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি অত্যাধুনিক রক্ত পরীক্ষার মেশিন প্রদান করা হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষের হাতে যন্ত্রটি তুলে দেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা পর্ষদের আলহাজ্ব শেখ তোজাম্মেল হোসেন মানিক, ব্যাংকার জাহিদুর রহমান খান চৌধুরী, রমজান আহম্মেদ, ব্যবসায়ী আ: সাত্তার প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া মেশিনটি দ্বারা ডায়াবেটিস, ক্যানসার, কিডনি, রক্তের হরমোনসহ কয়েকেটি জটিল রোগ পরীক্ষা-নিরীক্ষা করা যাবে।

উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন এ ধরণের অত্যাধুনিক একটি মেশিন প্রদান করায় কলারোয়া ডায়াবেটিক হাসপাতালে সেবা নিতে আসা রোগিরা দারুন উপকৃত হবে বলে জানান হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।



মন্তব্য চালু নেই