কলারোয়ায় নিরাপদ ইন্টারনেট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক, শিক্ষা কর্মসূচি পেইস’র আয়োজনে ‘নিরাপদ ইন্টারনেট বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি মাওলানা ইছহাক আলি, এসএমসি সদস্য আব্দুল হান্নান বিশ্বাস, অভিভাবক আব্দুল মোমিন, সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, আব্দুদ দাইয়ান, নাছরিন সুলতানা, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল, দেবাশীষ সরদার প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক, পেইস’র এলাকা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, আইটি রিংকু রায়, ব্র্যাক কর্মী রোজিনা আক্তার, ফরিদা ইয়াসমিন ও লাইব্রেরিয়ান লাইলী খাতুন।
কর্মশালা শেষে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্র্যাক, শিক্ষা কর্মসূচি পেইস’র পক্ষ থেকে পুরস্কার হিসেবে বই উপহার দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ অতিথিবৃন্দ।



মন্তব্য চালু নেই